রুবাইয়াত-ই-ওমর খৈয়াম ৯,১০


জাহিদ হোসেন রনজু
-------------------------------------®


(Rubaiat of Omar Khayyam 
Edward Fitzgerld এর অনুবাদের বাংলা ভাবানুবাদ)


(9)


Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld


But come with old khayyam,and leave the Lot
of Kaikobad and Kaikhosru forgot:
Let Rustum lay about him as he will,
Or Hatim Tai cry Supper-heed them not.


ভাবানুবাদ -৯


জাহিদ হোসেন রনজু
------------------------------------------®


আয় না সখি প্রেম কাননে গোলাপ হাতে ডাকছি শোন
কায়কোবাদ-কায়খসরু-রুস্তম আজকে ধরায় অতীত জন
হাতেম তাঈও ওপার যাত্রী দিবে না আর সান্ধ্য ভোজ
কী লাভ থেকে তাদের আশায়, আয় না রচি মধুর ক্ষণ।


------------------------------------------
৪ এপ্রিল ২০১৯, কয়রা, খুলনা।


(10)


Rubaiat of Omar Khayyam
Edward Fitzgerld


With me along some Strip of Herbage strown
That just divides the desert from the sown.
Where name of Slave and Sultan scarce is known,
And pity Sultan Mahmud on his Throne.


ভাবানুবাদ -১০


জাহিদ হোসেন রনজু
-----------------------------------------®


চলো সখি যাই চলে যাই হাত ধরে আজ দুইজনে
নবাব প্রজা নাই ভেদাভেদ এমন কোন নির্জনে
মরুসাগর পার হয়ে যাই শ্যামল সবুজ প্রান্তরে 
থাকলেও মাহমুদ সিংহাসনে মূল্যহীন সেই ভুবনে।


------------------------------------------
৭ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা।